বাংলাদেশের অধিকাংশ সমস্যা বিদ্যুৎ, গ্যাস, পানি উৎপাদন ও সরবরাহ, জলাবদ্ধতা নিরসন, শিল্প কারখানার নিরাপত্তা, নগরে গড়ে উঠা অপরিকল্পিত ভবন ধস, দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনা সামগ্রিক বিষয় প্রকৌশল ও প্রযুক্তি নির্ভর সমস্যা। কিন্তু বাস্তবে দেখা যায় এসব খাতের ব্যবস্থাপনা প্রকৌশলীদের হাতে না থাকার কারণে সমস্যাগুলো ক্রমান্বয়ে প্রকট হয়ে উঠে। তাই প্রকৌশল নির্ভর সেক্টরের ব্যবস্থাপনা প্রকৌশলীদের হাতে থাকা উত্তম।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ’র (আইইবি) ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর ইঞ্জিনিয়ার্স ডে ২০১৯ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ রফিকুল আলম এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী প্রবীর কুমার সেন, সম্মানী সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, কেন্দ্রের সাবেক ভাইস চেয়ারম্যান প্রকৌশলী এ এস এম নাসিরুদ্দিন চৌধুরী, সম্মানী কাউন্সিল সদস্য প্রকৌশলী অসীত বরণ দে, প্রকৌশলী প্রদীপ বড়–য়া, প্রকৌশলী সুভাষ চক্রবর্তী, প্রকৌশলী ঝুলন কুমার দাশ, প্রকৌশলী এস এম শহীদুল আলম, ইআরসি’র নির্বাহী ভাইস চেয়ারম্যান প্রকৌশলী রাজীব বড়–য়া, প্রকৌশলী মো. রেজাউল করিম প্রমুখ।
এর আগে সকাল নয়টায় আইইবি’র ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দু’দিনব্যপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, বক্তব্যে আরো বলা হয় নাগরিক সেবা প্রদান, কারিগরী এবং প্রকৌশল বিষয়ে পরামর্শ দাতা প্রতিষ্ঠান হিসেবে আইইবি, চট্টগ্রাম কেন্দ্র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি সেবামূলক প্রতিষ্ঠানকে সহযোগিতা প্রদান করে থাকে। অন্যদিকে দেশের সামগ্রিক উন্নয়ন কাজে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন, পেশাজীবীদের কল্যাণ, দেশীয় সংস্কৃতির প্রসারসহ বিভিন্ন কাজে আইইবি সর্বদা ভূমিকা পালন করে।
বক্তব্যে আরো বলা হয়, বিশ্বে উচ্চ মর্যাদার অধিকারী হতে হলে প্রকৌশল ও প্রযুক্তিতে শক্তিশালী হতে হয়। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। এর পেছনে প্রকৌশল ও প্রযুক্তি খাতের চালিকাশক্তি প্রকৌশলীদের অবদান উল্লেখযোগ্য। তাই, সরকারি-বেসরকারি সকল পর্যায়ের প্রকৌশলীদের উৎসাহজনক কর্মপরিবেশ নিশ্চিত করা, বিদেশী বিশেষজ্ঞ আমদানীর নামে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রার ব্যাপক অপচয় রোধ এবং প্রকৌশল সেক্টরের ব্যবস্থাপনা প্রকৌশলীদের দ্বারা পরিচালিত হলে দেশের প্রতিটি সেক্টরে উৎপাদনশীলতা এবং উন্নয়নের গতি আরো বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি।
বিডি প্রতিদিন/এ মজুমদার