২৪ মে, ২০১৯ ১৮:০০

চট্টগ্রামে প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রামে প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সরকার ঘোষিত ন্যায্য মূল্যে প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে। গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের কাছ থেকে এসব ধান ক্রয় করা হচ্ছে। শুক্রবার দুপুরে হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা দামে ৩ টন বোরো ধান কেনা হয়। 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীনের তত্ত্বাবধানে এ সব ধান কেনা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন গুমানমর্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলার ১১ মাইল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন ও ইউনিয়ন পরিষদের সচিব মো. আবু তৈয়ব।   

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর