চট্টগ্রাম বন্দরে কন্টেইনারবাহী জাহাজের সাথে অয়েল ট্যাংকারের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর বন্দর চ্যানেল দিয়ে প্রায় তিন ঘণ্টা জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। পরে দুর্ঘটনার কবলে পড়া জাহাজ দুটিকে নিরাপদে সরিয়ে নিলে বন্দরের জেটিতে জাহাজ প্রবেশ ও বন্দর ত্যাগ নিরাপদ ঘোষণা করা হয়।
এ ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়। শুক্রবার সকালে কর্ণফুলী চ্যানেলের চট্টগ্রাম ড্রাই ডক ও বোট ক্লাব সংলগ্ন অংশে এ ঘটনা ঘটে।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, শ্রীলংকা থেকে ৭৪৪ কনটেইনার আমদানি পণ্য নিয়ে জেটিতে ভিড়ছিল এক্সপ্রেস মহানন্দা। এ সময় কুয়েতি অয়েল ট্যাংকার এমটি বুরগান ডলফিন জেটি থেকে বেরিয়ে যাচ্ছিল। পথেই দুই জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর জাহাজ দুইটি শক্তভাবে আটকে যায়। পরে বন্দরের ৬টি শক্তিশালী টাগবোটের সাহায্যে জাহাজ দুইটি আলাদা করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বন্দর চ্যানেল নৌ চলাচলের জন্য নিরাপদ হয়। বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, পতেঙ্গা বোট ক্লাবের পেছনে তৃতীয় একটি জাহাজকে রক্ষা করতে গিয়ে এ দু’টি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিন ঘন্টার অধিক সময় বন্দরের জাহাজ চলাচল কার্যক্রম ব্যহত হয়। পরে দুর্ঘটনাকবলিত জাহাজ দু’টিকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর পর বন্দর চ্যানেল দিয়ে জাহাজ চলাচল বন্ধ রাখার ঘোষণা প্রত্যাহার করা হয়েছে। বন্দরের জেটিতে জাহাজ প্রবেশ ও বন্দর ত্যাগ নিরাপদ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া কন্টেইনার জাহাজটিকে টাগবোটের সহায়তায় চট্টগ্রাম ড্রাইডকে নিয়ে যাওয়া হয়। অয়েল ট্যাংকারটিকে ৭ নম্বর ডলফিন জেটিতে রাখা হয়। নিরাপদ ঘোষণার পরও দুপুর দুইটা বন্দর চ্যানেল দিয়ে বহিঃনোঙ্গর থেকে কোনো জাহাজ জেটির দিকে যায়নি। বন্দর থেকেও কোনো জাহাজ গভীর সাগরের দিকে যায়নি।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, জাহাজ দুটি ক্ষতিগ্রস্থ হলেও বন্দরের বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর সকালে কিছু জাহাজ বন্দরে প্রবেশ করতে পারেনি। বিকেলে সে জাহাজগুলো প্রবেশ করেছে।
তদন্ত কমিটি গঠন:
বন্দরে দুই জাহাজের সংঘর্ষের কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে প্রধান করা হয় বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলমকে। কমিটিকে দুর্ঘটনার কারণ, ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে নির্দেশ দেয়া হয়।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, দুর্ঘটনার কারণ ও জাহাজের ক্ষয়ক্ষতি নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার