কথা কাটাকাটির জেরে চট্টগ্রামের কিশোর গ্যাংস্টার দলের হাতে একই গ্রুপের এক তরুণ নিহত হয়েছেন। ওই তরুণের নাম মোবারক হোসেন (২০)।
বৃহস্পতিবার গভীর রাতে পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো রুবেল (১৮) এবং হৃদয় (১৭) অপরাধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান বলেন, গভীর রাতে কিশোর অপরাধ চক্রের সদস্য রুবেল, মোবারকসহ অন্যান্যরা বসে আড্ডা দিচ্ছিল। এ সময় কথা কাটাকাটির জের ধরে মোবারক রুবেলকে আঘাত করে। এতে তার চোয়াল ফেটে যায়। পরে রুবেল অন্য সহপাঠিদের নিয়ে এসে মোবারকের ওপর হামলা চালায়। এতে তার মৃত্যু হয়। এ ঘটনার পর অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়। বাকি সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।
ওসি বলেন, ঘটনা ভিকটিম এবং হত্যাকারীরা সবাই কিশোর গ্যাংস্টার দলের সদস্য। তারা সবাই এলাকায় নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন