চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসক) ২০১৯-২০ অর্থবছরের জন্য ২ হাজার ৪৮৫ কোটি ৯১ লাখ ৭৮ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। মঙ্গলবার বিকালে নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বাজেট উপস্থাপন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ২০১৮-১৯ অর্থবছরে চসিকের সংশোধিত বাজেট ছিল ২ হাজার ৪৫ কোটি ৫১ লাখ ৯৮ হাজার কোটি টাকা। এটি বর্তমান মেয়রের শেষ বাজেট।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট
অধিবেশনে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, চসিকের সচিব আবু সাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া প্রমুখ।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘নগরবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটানোর প্রত্যাশা এবং পরিবেশ, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাসযোগ্য নগর প্রতিষ্ঠার লক্ষ্যে এ বাজেট দেওয়া হচ্ছে।’
এবারের বাজেটে উৎস আয় দেখানো হয়েছে ৭৩২ কোটি ২৬ লাখ ৭৮ হাজার টাকা। এর মধ্যে বকেয়া কর ২০১ কোটি ৮৩ লাখ ১৮ হাজার টাকা, হাল কর ১৪৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকা, অন্যান্য কর ১৩২ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা, বিভিন্ন ফি ১১১ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা, জরিমানা ৫০ লাখ টাকা, সম্পদ হতে অর্জিত ভাড়া ও আয় ৯১ কোটি ৫৫ লাখ টাকা, ব্যাংক স্থিতি থেকে ৫ কোটি টাকা, বিবিধ আয় ২০ কোটি ৬৯ লাখ টাকা, ভর্তুকি ২৪ কোটি ৭৫ লাখ টাকা। তাছাড়া ত্রাণ সাহায্য ২০ লাখ টাকা, উন্নয়ন অনুদান ১৭০২ কোটি টাকা এবং অন্যান্য উৎস আয় ৫১ কোটি ৪৫ লাখ টাকা।
অন্যদিকে, এবারের বাজেটে ব্যায় দেখানো হয়েছে, বেতন ভাতা ও পারিশ্রমিক খাতে ২৮২ কোটি ৯০ লাখ টাকা, মেরামত ও রক্ষণাবেক্ষণে ৫৩ কোটি ৫৫ লাখ টাকা, ভাড়া-কর ও অভিকর বাবদ ৬ কোটি ৭০ লাখ টাকা, বিদ্যুৎ জ্বালানি ও পানি ৪৬ কোটি ৩০ লাখ টাকা, কল্যাণ ব্যয় ৩৩ কোটি ৭৫ লাখ টাকা, ডাক তার ও দুরালাপনী ১ কোটি ৬৬ লাখ টাকা, আতিথেয়তা ও উৎসব ৫ কোটি টাকা, বিমা ৫৫ লাখ টাকা, ভ্রমণ ও যাতায়াত ১ কোটি ৫৫ লাখ টাকা, বিজ্ঞাপন ও প্রচারণা ৫ কোটি ৮৫ লাখ টাকা, মুদ্রণ ও মনিহারি ৪ কোটি ৪০ লাখ টাকা, ফিস, বৃত্তি ও পেশাগত ব্যয় ১ কোটি ২৩ লাখ টাকা, প্রশিক্ষণ ব্যয় ৮৫ লাখ টাকা, বিবিধ ব্যয় ২১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা, ভাÐার ৭৮ কোটি ৭৫ লাখ টাকা, ত্রাণ ব্যয় ২০ লাখ টাকা, বকেয়া দেনা ১৭৩ কোটি ৪০ লাখ টাকা, স্থায়ী সম্পদ ১১২ কোটি টাকা, উন্নয়ন (রাজস্ব ও অন্যান্য) ১৬৪ কোটি টাকা, উন্নয়ন (এডিপি ও অন্যান্য) ১৪৫২ কোটি টাকা ও অন্যান্য ব্যয় ৩৭ কোটি ৮০ লাখ টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার