Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৮ নভেম্বর, ২০১৯ ২১:১৭

আগামীকাল পারিবারিক গোরস্থানে বাদলের দাফন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আগামীকাল পারিবারিক গোরস্থানে বাদলের দাফন
মঈন উদ্দিন খান বাদল

আগামীকাল শনিবার চট্টগ্রামে যাবে প্রয়াত মুক্তিযোদ্ধা ও সাংসদ মঈন উদ্দিন খান বাদলের মরদেহ। শনিবার দুপুরে তার মরদেহ চট্টগ্রামে নেওয়ার কথা রয়েছে। এরপর তিন দফা জানাজা শেষে চট্টগ্রামের বোয়ালখালীর পরিবারিক কবরস্থানে দাফন করা হবে বর্ষিয়ান এই রাজনীতিবীদকে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, শুক্রবার রাতে ভারত থেকে বাদলের মরদেহ ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার সকালে জাতীয় সংসদ প্লাজায় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ জন্মভূমি চট্টগ্রামে নিয়ে আসা হবে। শনিবার বিকেলে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

এরপর বোয়ালখালীর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠ ও সারোয়াতলী ইব্রাহীম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ


আপনার মন্তব্য