চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের দক্ষিণ কুয়াইশ গ্রামে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শরিফ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। মৃত শরিফ হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের দক্ষিণ কুয়াইশ গ্রামের নুর নবীর সন্তান।
মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জব্বারুল ইসলাম বলেন, ‘রাকিব নামের এক ছেলে শরিফকে বাসা থেকে ঢেকে গোলাম গাছতলা এলাকায় নিয়ে যায়। ওত পেতে থাকা আরো ৫ থেকে ৬ জনসহ মিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। পরবর্তীতে গাছতলা ডোবার পাশ থেকে শরিফের লাশ উদ্ধার করা হয়।’
তিনি বলেন, ‘ইয়াবা সংক্রান্ত বিরোধের জের ধরে হয়তো এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের পর বিষয়টা বুঝা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার