চলমান রাজনীতি-অর্থনীতি ও ধর্মনীতি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র আদনান তাহসিন আলমদারের লিখিত প্রবন্ধগ্রন্থ ‘বিনি সুতোর রাজনীতি’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে চট্টগ্রাম নগরের সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত প্রকাশ উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ চট্টগ্রামের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান।
লেখক সাখাওয়াত হোসেন মজনু’র সভাপতিত্বে ও সংগঠক হানিফ মান্নান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ একরাম হোসাইন, নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এনামুর রশীদ, ঢাকা ব্যাংকের রিজিওনাল ম্যানেজার নুরুল আরশাদ চৌধুরী, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহিম, বিশিষ্ট লেখক-গবেষক এড. মোসাহেব উদ্দীন বখতেয়ার, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ স্ট্যান্ডিং কমিটির সদস্য স উ ম আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের আলমদার, চবি’র ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ শাহাব উদ্দীন, অধ্যক্ষ আবু তালেব বেলাল, সাইফুদ্দীন খালেদ বাবুল, এড. মুহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সোলেমান খান, জাসদ নেতা সেলিম চৌধুরী, সাইফুল আখতার, স ম ইউসুফ, এড. এডিএম আরুচুর রহমান আরুচ, মঈনুল আলম খান, আসরার তানজিম আলমদার, এড. দিদারুল আলম আকাশ, হৃদয় হাসান বাবু, রবউিল হাসান, তাহারি হোসাইন প্রমুখ।
প্রধান অতিথি ডা. মাহফুজুর রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মূল দায়িত্বটা এখন তরুণদের নিতে হবে। প্রাজ্ঞ-অভিজ্ঞদের পরামর্শ নিয়ে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সুন্দর উদ্যোগ গ্রহণ করে তরুণরা সম্মুখপানে এগিয়ে গেলেই দেশ স্বাধীনে যারা অকৃত্রিম ভূমিকা পালন করেছিলেন, সেই সব বীর মুক্তিযোদ্ধারা শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারবে।
যে সমস্ত অবহেলিত মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনে রণাঙ্গনে ঝাঁপ দেওয়ার পরও এখনো পর্যন্ত স্বীকৃতিটুকুও পাননি, তাঁরাও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে, আগামীর বাংলাদেশ এমন কিছু নিরাপদ হাতে আছে, যে হাতগুলো এই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের স্বরূপ দেখিয়ে ছাড়বে একদিন।
বিডি প্রতিদিন/আবু জাফর