নগরের আগ্রাবাদ এলাকায় দেওয়াল চাপা পড়ে নুরুল ইসলাম (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। তিনি নগরের মতিঝর্ণা এলাকায় বসবাস করতেন। তার পিতার নাম আবুল মিয়া।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আগ্রাবাদ এলাকার রাস্তা প্রসারিত করার জন্য একটি সীমানা দেওয়াল ভাঙার কাজ চলছিল। সকালে ওই পথ দিয়ে নুরুল ইসলাম যাওয়ার সময় হঠাৎ দেওয়ালটি ধসে পড়লে তিনি চাপা পড়েন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ডবলমুরিং থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর