চট্টগ্রাম কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন বিএনপি নেতা ফকির আহম্মদ। মঙ্গলবার সকালে মারা যান তিনি।
ফকির আহম্মদ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মিরসরাই পৌরসভা বিএনপির আহ্বায়ক ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে কারা ক্যান্টিনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফকির আহম্মদ। পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করা হয়।
কারাগার সূত্রে জানা যায়, হাটহাজারী থানার জিআর মামলা নং ৪১১/২১ গ্রেফতার হয়ে গত ১৮ অক্টোবর কারাগারে পাঠানো হয় ফকির আহম্মদকে। তিনি কারাগারে মেঘনা ভবন তিনের হাজতি ছিলেন।
ফকির আহম্মদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগ সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, মহানগর বিএনপি আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        