চট্টগ্রাম নগরীতে একটি ফার্নিচার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সোমবার বিকেলে নগরীর পাহাড়তলী থানাধীন কর্নেল জোন্স সড়কের পিটুপি ফার্নিচারের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, পিটুপি ফার্নিচারের কারখানা এবং গুদাম পাশাপাশি। কারখানা থেকেই আগুনের সূত্রপাত হয়। পরে তা গুদামেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুন নিয়ন্ত্রণ আসলেও উদ্ধার অভিযান চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভেতরে আরও ব্যক্তির লাশ থাকতে পারে।
তিনি বলেন, এখনো পর্যন্ত আগুনের উৎস জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে কারখনার রঙ স্পিরিট থেকে আগুনের সূত্রপাত হয়।
সিএমপি’র উপ-কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারিশ বলেন, ‘কারখানা ও গুদামে অনেক শ্রমিক কর্মরত ছিলেন। আগুন লাগার সাথে সাথে অনেকে বের হয়ে আসেন। কয়েকজন ভেতরে আটকা পড়েন। তাদের মধ্যে এখনো পর্যন্ত আমাদের কাছে দু’জনের মৃত্যুর তথ্য আছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।’
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        