বাসে তুলে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম ইব্রাহিম খলিল রাজু।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর অক্সিজেন এলাকা থেকে তাকে গ্রেফতার করে বায়েজিদ থানা পুলিশ। এ নিয়ে এ গণধর্ষণের সাথে জড়িত চার জনকে গ্রেফতার করা হয়।
বায়েজিদ থানা ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ ধর্ষণের সাথে জড়িত সবাইকে গ্রেফতার করা হল। গ্রেফতার হওয়া রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে গণধর্ষণের কথা স্বীকার করেছে।
প্রসঙ্গত, গত রবিবার দুপুরে আদালত ভবনে পৌঁছে দেওয়ার কথা বলে অক্সিজেন এলাকায় বাসে তুলে গণধর্ষণ করা হয় এক গৃহবধূকে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/আবু জাফর