শিরোনাম
- আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হচ্ছে গ্র্যান্ড সুফী নাইট
- দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৬৩২
- কালকিনিতে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার
- মানুষের আস্থা অর্জন করাই বিচার বিভাগের কাজ : প্রধান বিচারপতি
- হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন শেহবাজ শরিফ
- সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪৪
- নির্বাচনে গাদ্দাফির অর্থ ব্যবহার, দোষী সাব্যস্ত সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজি
- গাজা ইস্যুতে ২১-দফা নতুন পরিকল্পনা ট্রাম্পের
- বগুড়ায় বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত
- ভারতে আটক ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
- ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভ নিয়ে মতবিনিময়
- দিনাজপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
- চুয়াডাঙ্গায় ৬৫০ গ্রাম দানাদার রুপা জব্দ
- নওগাঁয় ভূমি অধিগ্রহণের চেক হস্তান্তর
- প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের
- নওগাঁয় রাস্তার পাশে পড়েছিল নারীর মরদেহ
- বিশ্বনাথে দালাল আটক, তিন মাসের কারাদণ্ড
- দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
- নবীনগরে কলেজছাত্রী জুঁই হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- দুই হাজার কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম আছে উত্তর কোরিয়ার
সংকট নিরসনে চমেক হাসপাতালে তিনটি ডায়ালাইসিস মেশিন চালু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অনলাইন ভার্সন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিসে ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছে ভুক্তভোগী রোগী ও স্বজনরা। তবে এ সংকট নিরসনে হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় তিনটি ডায়ালাইসিস মেশিন চালু করেছে।
বুধবার থেকে কিডনি বিভাগে মেশিনগুলো চালু করা হয়। এর আগে মেশিনগুলো কোভিড-১৯ রোগীদের জন্য বরাদ্দ ছিল। এ নিয়ে কিডনি বিভাগে বর্তমানে মোট সাতটি মেশিন সচল আছে।
জানা যায়, বেসরকারি প্রতিষ্ঠান স্যান্ডোর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে কিডনি ডায়ালাইসিস করে আসছে। কিন্তু গত এক সপ্তাহ আগে থেকে ডায়ালাইসিস ফি বৃদ্ধি এবং চমেক হাসপাতাল কর্তৃপক্ষ ডায়ালাইসিসে ভর্তুকি কমিয়ে দেওয়ায় সংকট তৈরি হয়। রোগীদের ডায়ালাইসিস ফি বেড়ে যায় প্রায় তিনগুণ। এ কারণে গত রবিবার থেকে রোগী ও রোগীর স্বজনরা আন্দোলন করছেন। মঙ্গলবার হাসপাতালের সামনের সড়ক অবরোধ করার সময় পুলিশের মারধরের শিকারও হন এক রোগী ও কয়েকজন স্বজন। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার বৈঠক করে এবং মন্ত্রণালয়ে চিঠি লিখে ডায়ালাইসিস সংকট নিরসনের উদ্যোগ নেয়।
চমেক হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল হুদা বলেন, এ বিভাগে আগে থেকে চারটি ডায়ালাইসিস মেশিন চালু ছিল। এখন নতুন আরও তিনটি যুক্ত করা হয়েছে। এ তিনটি মেশিন আগে করোনা রোগীদের জন্য রাখা হয়েছিল। এখন করোনার প্রকোপ কমে যাওয়ায় মেশিনগুলো ওয়ার্ডে যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী এখানে অতিদরিদ্র এবং জরুরি রোগীদের ডায়ালাইসিস করা হবে। ছয় মাসের ডায়ালাইসিসের জন্য প্রতি রোগীকে ২০ হাজার টাকা দিতে হবে।
প্রসঙ্গত, কিডনি ডায়ালাইসিস রোগীদের প্রতিজনকে মাসে ৮ থেকে ১২ সেশন ডায়ালাইসিস করাতে হয়। বেসরকারি প্রতিষ্ঠান স্যান্ডোর ২০১৭ সাল থেকে মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই সেবা দিয়ে আসছে। প্রতি বছর চট্টগ্রামের জন্য সাড়ে ৬ হাজার সেশন প্রতিষ্ঠানটি ভর্তুকি মূল্যে ডায়ালাইসিস করানোর জন্য চুক্তিবদ্ধ। এই ভর্তুকি মূল্য গত বছর ছিল ৫১০ টাকা, এ বছর তা বেড়ে ৫৩৫ টাকা করা হয়। এ নিয়ে ভুক্তভোগী রোগীরা আন্দোলন করে।
বিডি প্রতিদিন/এমআই
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর