চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার নেত্রোকোনার দূর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার নিশ্চিত করেছে র্যাব।
র্যাবের সহকারী পরিচালক নুরুল আবছার জানান, গত ২৫ এপ্রিল বন্দর থানার কলসী দীঘির একটি কলোনীর বাসা থেকে রিনা আকতার নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন স্বামী সাখাওয়াত হোসেন। গৃহবধূর মৃত্যুর ঘটনায় সাখাওয়াত হোসেনকে আসামী করে মামলা হয়। মামলার পর থেকে স্বামী পলাতক ছিল, অবশেষে র্যাব তাকে গ্রেফতার করেছে।
বিডি প্রতিদিন/এএম