শিরোনাম
৩০ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৩৭

চট্টগ্রামে চোর চক্রের চার সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে চোর চক্রের চার সদস্য গ্রেফতার

চট্টগ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- হাসান মাহমুদ রুবেল, জাফরুল মনির, কাইয়ুম মাহমুদ এবং তৌহিদুল আলম তারেক। অভিযানে তাদের কাছ থেকে চোরাইকৃত পাঁচটি দামি মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার রাতে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) সুদীপ্ত সরকার বলেন, শুক্রবার রাতে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের চার সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় চুরি করা দামি পাঁচটি মোটর সাইকেল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর