১৯ নভেম্বর, ২০২৩ ১৫:৫৯

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেঁওচিয়া এলাকায় পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মনমত বৈরাগী (২৬) ও আরিফ হোসেন (২৩)। নিহতদের মধ্যে মনমতের বাড়ি বরিশাল ও আরিফের বাড়ি চাপাইনবাবগঁঞ্জ জেলায়। তারা দুইজন দুটি বেসরকারি প্রতিষ্ঠানের স্থানীয় বিক্রয়কর্মী ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান জানান, নিহত দুইজন মোটরসাইকেলে ছিলেন। পিকআপ ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে দুইজনই ঘটনাস্থলে প্রাণ হারান। যে পিকআপের সাথে দুর্ঘটনা সংঘটিত হয় সেটি জব্দ করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর