৭ আগস্ট, ২০২৪ ১৯:১১

জানমালের নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেওয়ার আহ্বান চট্টগ্রাম জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

জানমালের নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেওয়ার আহ্বান চট্টগ্রাম জামায়াতের

মানুষের জানমাল, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সার্বিক নিরাপত্তার বিষয়ে দ্রুত উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের চট্টগ্রাম মহানগরীর আমীর শাহজাহান চৌধুরী। বুধবার বিকেলে নগরীর দিদার মার্কেটের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, ‘অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের অর্জনকে ধরে রাখতে চট্টগ্রাম মহানগর জামায়াতের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলতে চাই, এই বিজয়কে তর্কিত করতে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। এমতাবস্থায় দেশে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা রক্ষা ও অন্যান্য ধর্মাবলম্বীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।’

এতে আরো বলা হয়, ‘আমরা লক্ষ্য করছি যে, নগরীতে একটি স্বার্থান্বেষী মহল সরকারী বেসরকারি স্থাপনা ও ব্যাক্তির উপর হামলা হচ্ছে। এটা কোনোভাবে সমর্থন যোগ্য নয়। এই হীন কাজ যারা করছে তাদেরকে চিহিৃত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আহবান করছি।’

সংবাদ সম্মেলনে সকল ধর্মের মানুষের পাশাপাশি মন্দিরসহ সকল উপসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসন ও নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানানো হয় জামায়াতের সকল নেতাকর্মী, ছাত্র শিক্ষক, অভিভাবক, সকল রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণের প্রতি।

বিডি প্রতিদিন/এএম  

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর