চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, 'বিজয়ের ৫৩ বছরেও বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিত হয়নি। আমরা এখনো গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হলে, আমরা আমাদের বিজয়ের প্রকৃত সুফল অর্জন করতে পারব।'
আজ সোমবার চট্টগ্রামে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে মেয়র এসব কথা বলেন।
এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৩২ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও সম্মানি তুলে দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজল বারিক, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের ছোট ভাই ডা. মোহাম্মদ রকিব উল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার প্রমুখ।
এদিকে বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কাট্টলীস্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নূরুল্লাহ নূরী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা, উপ-পরিচালক (স্থানীয় সরকার) নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এসময় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, 'আমরা বিজয়ের ৫৪ বছরে পা দিয়েছি, স্মৃতিসৌধে জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানিয়েছি। ৭১ এর চেতনাকে ধারণ করে জুলাই ২৪ এর বিপ্লবের ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য কাজ করবো।'
অন্যদিকে একাত্তরের মহান বিজয় উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সদস্য শাহনেওয়াজ রিটন।
এতে অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য মুস্তাফা নঈম ও গোলাম মাওলা মুরাদ। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত, প্রেস ক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক শহিদুল ইসলাম, দৈনিক পূর্বদেশের স্পোর্টস এডিটর সাইফুল্লাহ চৌধুরী, ওয়াহিদ জামান মিন্টু, বাসসের বিশেষ প্রতিনিধি মিয়া আরিফ, ছাত্র সমন্বয়ক চৌধুরী সিয়ামসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমএস