চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য রিয়াজ উদ্দিন সিকদারকে (৩০) গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে নগরের বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিয়াজ উদ্দিন সিকদার সাতকানিয়া উপজেলার মনেয়াবাদ গ্রামের মোস্তফার বাপের বাড়ির নুরুল ইসলাম সিকদারের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেফতারকৃত রিয়াজ গত ৪ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার আসামি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ