চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশকে অবশেষে বরখাস্ত করা হয়েছে। গত রবিবার চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরের সড়কবাতি নেভানোর অভিযোগ থাকা সেই প্রকৌশলীকে চাকরি থেকে অপসারণ করা হয়। তবে নিয়ম অনুযায়ী তাকে ৯০ দিনের নগদ বেতন দেয়া হচ্ছে।
অফিস আদেশে বলা হয়েছে, ‘চসিকের বিদ্যুৎ উপ-বিভাগের নির্বাহী প্রকৌশলী (সাময়িক বরখাস্ত) ঝুলন কুমার দাশকে সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯, এর ৬৪(২) ধারার প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদে প্রাপ্য হবেন। এ আদেশ ১৫ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।’
ঝুলন কুমার দাশ বলেন, আমার অপসারণটা চাকরি বিধি মোতাবেক হয়নি। আমাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগও দেয়া হয়নি।
জানা যায়, ঝুলন কুমার দাশের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সড়কবাতি বন্ধ রাখার অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থীদের তোপের মুখে তাকে গত ২৬ সেপ্টেম্বর রংপুর সিটি করপোরেশনে বদলি করা হয়। কিন্তু বদলির আড়াই মাসের মাথায় গত ৮ ডিসেম্বর তিনি ফের চসিকে ফিরে আসেন।
এরপর গত রবিবার চসিক তাকে অপসারণ করে।
বিডি প্রতিদিন/নাজমুল