চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে মো. রফিক (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে চুন্নাপাড়া গ্রামের হাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রফিক চায়ের দোকানের কর্মচারী ছিলেন। তিনি স্থানীয় খায়ের আহমদের ছেলে। তার স্ত্রী ও এক কন্যা আছে।
জানা যায়, বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার নিয়ে পরিশোধ করতে না পারায় চিন্তায় ছিলেন ঋণগ্রস্ত রফিক। গত মঙ্গলবার দুপুরে স্ত্রী-সন্তানকে শ্বশুরবাড়ি রেখে আসেন। রাতে ঘরে ঢুকে রশিতে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে আশপাশের লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম