হালদা নদীর রাউজান আজিমের ঘাট এলাকা থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। এটি হালদা নদীতে ৪৩তম ডলফিনের মৃত্যু।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে ডলফিনটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়রা মৃত ডলফিনটি নদীতে ভাসতে দেখেন। পরে এটি উদ্ধার করা হয়। এটির ওজন প্রায় ১৩ কেজি এবং দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি। এটি তরুণ বয়সের ডলফিন। এর আগে আরও ৪২টি মৃত ডলফিন উদ্ধার করা হয়। ডলফিনটি পচে যাওয়ায় এর মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি। পরে সেটি রাউজান উপজেলা মৎস্য বিভাগের মাধ্যমে মাটি চাপা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম