চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পুলিশ কর্মকর্তা ইউসুফ আলীর ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- গনপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)। রবিবার (২ মার্চ) নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশের জানায়, স্থানীয় কিছু যুবক নিয়মিতই পতেঙ্গা সমুদ্র সৈকতে গাঁজা সেবন করে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী টহলরত অবস্থায় কিছু যুবককে গাঁজা সেবন করতে দেখেন। তিনি তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা চান এবং সতর্ক করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার কিছুক্ষণ পর ওই যুবকের দল আরও কিছু লোক নিয়ে এসে এসআই ইউসুফকে তারা তাকে ঘিরে ধরে এবং প্রশ্ন করে- ‘আপনি তো ভুয়া পুলিশ। আপনার আইডি কার্ড কই?’ উত্তরের অপেক্ষা না করেই তারা আকস্মিকভাবে তার ওপর আক্রমণ চালায়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনায় জড়িত থাকায় শুক্রবার দিবাগত রাতেই দুইজনকে গ্রেফতার করে পতেঙ্গা থানা পুলিশ। তারা হলেন সাইমন (২৭) ও আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদ (২২)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, পতেঙ্গা সী-বিচে ত্রাস সৃষ্টি করে পুলিশকে মারধর ও জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় শনিবার দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানা এলাকা থেকে আরও ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        