চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম (১৯) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় তার মৃত্যু হয়। নিহত জাহিদুল বাঁশখালী পৌরসভার ভাদালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, জাহিদুল অটোরিকশা চালিয়ে জলদী থেকে ঘটনাস্থলে যায়। সেখানে গেলে বেড়িবাঁধ এলকায় জাহিদুলকে স্থানীয়রা গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/এএম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        