চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জেলেপাড়ায় আগুনে জেলেদের মাছ ধরার জালসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাÐের এ ঘটনা ঘটে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মণীন্দ্র লাল ত্রিপুরা জানান, পুড়ে যাওয়ায় আটটি দোকানে মাছ ধরার জালসহ নানান উপকরণ বিক্রি করা হতো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাÐের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে হঠাৎ করে একটি দোকানে আগুন লাগে। এরপর একে একে শিমুল জলদাস, সুজিত জলদাস, শুকলাল জলদাস, সনজিত জলদাস ও সিফাতের দোকানসহ আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৮টি দোকান পুড়ে যায়।
বিডি প্রতিদিন/এএম
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        