চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় পুলিশের এক এসআইকে মারধরের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-গনপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রামাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পরিদর্শক ইমরান হোসেন জানান, পতেঙ্গা সী-বিচে ত্রাস সৃষ্টি করে পুলিশকে মারধর ও জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনায় শনিবার দিবাগত রাতে পাঁচলাইশ থানা এলাকা থেকে আরও ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা প্রত্যেকে পতেঙ্গা সী-বিচে এসআই ইউসুফ আলীকে হেনস্তাসহ মোবাইল ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত। এ ছাড়াও গ্রেফতার ব্যক্তিরা সী-বিচ এলাকায় দর্শনার্থী ও সাধারণ মানুষদের ভয়-ভীতি প্রদর্শন করে ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি রাতে মাদক সেবনে বাধা দেওয়ায় এসআই ইউসুফ আলীর ওপর হামলা করে সংঘবদ্ধ দলটি। হামলাকারীরা এসআইয়ের মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নেয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনায় জড়িত থাকায় শুক্রবার দিবাগত রাতে দুইজনকে গ্রেফতার করে পতেঙ্গা থানা পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        