চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ মাওলানা সানাউল্লাহ নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হারুয়ালছড়ি ইউনিয়নের বড়বিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানাউল্লাহ বড়বিল এলাকার মাওলানা নুরুল ইসলামের ছেলে। তিনি লেলাং ইউনিয়নের শাহনগর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, পুকুরে মাছ দেখার সময় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সানাউল্লাহ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া চলছে।