পৌর নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচারণ বিধিমালা না পাওয়া পর্যন্ত পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না, বলে
জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
তিনি বলেন, পৌর অধ্যাদেশ জারি হয়েছে, তবে বিধিমালা না পাওয়া পর্যন্ত নির্বাচনের কোন সুযোগ নেই। তাই বিধিমালা না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা করা হবে না।
শনিবার সকালে সাভার উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় প্রধান নির্বাচন কমিশনার মাঠ পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের সঠিক ভাবে দায়িত্ব পালন করার আহবান জানান। এছাড়াও কেউ যদি দায়িত্বে পালনে অবহেলা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দেন তিনি। তিনি আরো বলেন কোন কর্মকর্তা মাঠে গিয়ে যদি কাজ না করে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এসময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো শাহা আলম, সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিন মিয়া প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন