চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ৫০ জন জামায়াত শিবিরের নেতা কর্মী রয়েছে। শুক্রবার রাতভর জেলার বিভিন্ন থানায় এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন, শুক্রবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৫০ জামায়াত-শিবির নেতা কর্মীসহ ২৮২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৫/ রশিদা