সুন্দরবনকে ধ্বংস না করার আহ্বান জানিয়ে বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘সরকার গত ১০ বছরে শত শত মানুষকে ক্রসফায়ারে দিয়ে হত্যা করেছে, এখন সুন্দরবনকেও ক্রসফায়ারে দিতে চায়। কিন্তু সুন্দরবনকে ক্রসফায়ারে দিতে চাইলে যে কোনো মূ্ল্যে তা প্রতিহত করা হবে।’
শনিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুন্দরবন রক্ষায় তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি এ সম্মেলনের আয়োজন করে।
আবুল মকসুদ আরও বলেন, ‘সুন্দরবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত ‘আত্মঘাতী’। দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে আমরা এই প্রকল্পের বিরোধিতা করে আসছি। কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত করছে না।’
তিনি বলেন, ‘আমরা সরকারের কোনো উন্নয়নের বিরোধিতা করি না। কিন্তু উন্নয়নের নামে গোটা জাতির সর্বনাশ আমরা হতে দিতে পারি না।’
সম্মেলনে আরও বক্তব্য দেন- আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী শেখ মোহাম্মদ শহিদুল হক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকী প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৫/মাহবুব