সিলেটের বিয়ানীবাজার সরকারী কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষকালে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাশেম পল্লব ও ছাত্রলীগ নেতা পাভেল মাহমুদ পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিয়ানীবাজার থানার ওসি জুবের আহমদ জানান, গত বৃহস্পতিবার দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে আজ শনিবার আধিপত্য বিস্তার নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৩০ মিনিট চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। এদের মধ্যে রাজু মিয়া, মাহবুব আলম জুয়েল ও বাছিত আহমদকে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন। তবে গোলাগুলির ঘটনা পুলিশের জানা নেই বলে জানিয়েছেন ওসি।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন