চট্টগ্রামে নাদিরা বেগম নামে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় ইপিজেড থানাধীন মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর থেকে নিহতের স্বামী আল আমিন পলাতক রয়েছে। পুলিশ ধারণা করছে- নাদিরাকে খুন করে পালিয়েছে স্বামী আল আমিন। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।
সিএমপি’র বন্দর জোনের সহকারি কমিশনার জাহেদুল আলম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে নাদিরার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করছি পারিবারিক কলহের জের ধরে এ খুনের ঘটনা ঘটে। ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাকে আটকের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন