শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় এক ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষার্থীর নাম নাসির হোসাইন। সে বুয়েটের সিভিল ইজ্ঞিনিয়ারিং বিভাগের লেভেল-২, টার্ম- ১ এর শিক্ষার্থী।
সিলেট নিবার্হী ম্যাজিট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী ভ্রাম্যমান আদালতে ‘পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ৩ (খ) ধারা অনুযায়ী তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী জানান, দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা শুরু হলে তিনটার দিকে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ কেন্দ্র থেকে ভুয়া পরীক্ষার্থী হিসেবে নাছির হোসাইন নামে বুয়েটের এক শিক্ষার্থীকে আটক করা হয়। সে ময়মনসিংহ’র আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী তারিকুজ্জামান রনির হয়ে পরীক্ষায় অংশ নিতে আসে।
প্রক্টর কামরুজ্জামান চৌধুরী জানান, দন্ডপ্রাপ্ত ওই শিক্ষার্থী একটি সংঘবদ্ধ গ্রুপের সাথে টাকার বিনিময়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। সে অরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এভাবে পরীক্ষা দিয়েছে বলে স্বীকার করেছে। বিষয়টি অইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে যাতে পুরো গ্রুপটাকে ধরা যায়। পরে নাসিরকে জালালাবাদ থানার পুলিশের মাধ্যমে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন