রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের মেয়াদ আগামী ২০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, বর্ধিত সময় অনুযায়ী ১৫ নভেম্বরের পরিবর্তে আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোবাইল ফোনে টেলিটক অপারেটরের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। তবে পূর্বনির্ধারিত সময়ানুযায়ী আগামী ৬, ৭, ৮ এবং ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৫/মাহবুব