রাজধানীর ধানমণ্ডিতে একটি যাত্রাবাহী বাসের ধাক্কায় ইমাম হোসেন (২৫) নামের এক মোটরসাইলেক চালক নিহত হয়েছেন। এ ঘটনার পর পুলিশ ওই বাস ও চালককে আটক করেছে।
শনিবার দিবাগত রাতে স্থানীয় বাংলাদেশ মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইমাম হোসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাকের বিবিএ’র ছাত্র। তিনি ধানমণ্ডির ১নং রোডের একটি বাড়িতে বসবাস করতেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ইমামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাস চালক ও বাসটি আটক করা হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৫/মাহবুব