বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য অধ্যাপক ড. নূর জাহান সরকারকে ‘প্রকৃতি সংরক্ষণ পদক-২০১৫’ প্রদান করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই। শনিবার সন্ধ্যায় চ্যানেল আই ছাদ বারান্দায় এক অনুষ্ঠানে তার হাতে পদক তুলে দেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং একই মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ।
এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির ড. নূর জাহান সরকারকে এক লক্ষ টাকার সন্মাননা চেক প্রদান করেন। পদক প্রদান পর্বে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক জহির উদ্দীন মাহমুদ মামুন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল আই এর পরিচালক মুকিত মজুমদার বাবু।
পদক গ্রহণ করে ড. নূর জাহান সরকার বলেন, আমি অভিভূত। আমি বন্যপ্রাণী নিয়ে কাজ করছি। আমার প্রতি এ সম্মাননা আমাকে পথ চলতে আরো অনুপ্রাণীত যোগাবে এবং উৎসাহিত করবে।
অনুষ্ঠানে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের পক্ষে নূর জাহান সরকারের হাতে আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবার সনদপত্র তুলে দেন প্রফেসর ডা. সরদার এ নাঈম।
বাংলাদেশের প্রথম মহিলা বন্যপ্রাণীবিদ অধ্যাপক ড. নূর জাহান সরকার ১৯৪৮ সালে ঝালকাঠির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে অধ্যাপনা করেন। এছাড়া অসংখ্য ছাত্র-ছাত্রীদের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। এরপর ২০০৯ সাল থেকে ২০১২ পর্যন্ত তিনি প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনারারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে উপস্থিত আরও ছিলেন দ্বিজেন শর্মা, ড. আইনুন নিশাত, ড. আসাদুজ্জামান, ইনাম আল হক, মনোয়ার হোসেন, মঞ্জুরুল হান্নান খান, কাজী সারয়ার ইমতিয়াজ হাশমীসহ দেশের শীর্ষস্থানীয় পরিবেশবীদগণ।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৫/মাহবুব