নূর হোসেনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে নায়ায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের নিহতদের স্বজন এবং এলাকাবাসী।
রবিবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনুহাজী রোড এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
মানবন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, নজরুলের ভাই আব্দুস সালাম, শ্যালক শফিকুল ইসলাম, নজরুলের সহযোগী নিহত তাজুলের বাবা আবুল খায়ের, নজরুলের সহযোগী নিহত মনিরুজ্জামান স্বপনের ভাই মিজানুর রহমান রিপন প্রমুখ।
নিহতদের স্বজরা বলেন, কোন প্রকার জিজ্ঞাসাবদ ছাড়াই নূর হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। এতে করে অনেক অপরাধীই অধরা রয়ে গেছে। অবিলম্বে নূর হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবদ করার দাবি জানায় নিহতদের স্বজনরা।
অন্যদিকে, সেলিনা ইসলাম বিউটি বলেন, ‘আমাদের দাবী নূরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই আরো অনেক তথ্য বেরিযে আসবে। কারা অর্থের যোগানদাতা। কাদের পরিকল্পনায় র্যাব ৭ জন মানুষকে হত্যা করলো তা বের হয়ে আসবে।''
সাত খুনের ঘটনায় নিহত মনিরুজ্জামান স্বপনের ভাই মিজানুর রহমান রিপন বলেন, নূর হোসেকে দেশে ফিরিয়ে আনার আগে থেকেইে বিভিন্ন লোকজনের মাধ্যমে আমাদের পরিবারকে হুমকি দিয়ে আসছে। আমরা চাই নূর হোসেন রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হউক এবং তার ফাঁসি চাই।
প্রসঙ্গত, নায়ায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন। খুনের ঘটনার পর তিনি ভারতে পালিয়ে যান। পরে অবশ্য পশ্চিমবঙ্গ পুলিশে হাতে তিনি ধরে পড়েন। গত বৃহস্পতিবার ভারত সরকার নূর হোসেনকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরদিন শুক্রবার তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ। এরপর থেকেই ৭ খুনে নিহতদের স্বজন ও এলাকাবাসী তার রিমান্ডের আবেদন জানিয়ে আসছে।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৫/মাহবুব