রাজধানীর রামপুরা থানার বিস্ফোরক আইনে করা এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এ মামলায় জামিনের ফলে গয়েশ্বরের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
রবিবার দুপুরে বিচারপতি মো. রেজা-উল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে গয়েশ্বরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং তাকে সহযোগিতা করেন মিথুন রায় চৌধুরী।
জানা যায়, গত ৪ নভেম্বর বিস্ফোরক আইনের মামলায় আদালতে আত্মসমর্পণের পর গয়েশ্বরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন গয়েশ্বরের আইনজীবীরা। ওই আপিল মামলার শুনানি শেষে তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপি নেতা গয়েশ্বরের বিরুদ্ধে মোট ২৭টি মামলা ছিল। বিভিন্ন সময়ে ২৬টি মামলায় জামিন পেয়েছেন তিনি। সর্বশেষ আজ রামপুরা থানার মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে বাধা নেই।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৫/মাহবুব