চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতভর জেলার বিভিন্ন থানায় এ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান জানান, শনিবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত মামলার ২৬ জনসহ ১১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/শরীফ