প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার বিকেলে তার ব্যক্তিগত মোবাইল ফোনে কলটি করা হয়। একটি ‘প্রাইভেট’ লেখা নম্বর থেকে ফোনটি করা হয়েছিল। তবে হুমকিদাতা কোনো নাম-পরিচয় দেয়নি।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, অধ্যাপক হাসান আজিজুল হকের বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। তবে তিনি থানায় লিখিত কোনো অভিযোগ করেননি।
অধ্যাপক হাসান আজিজুল হক জানান, ফোনটি রিসিভ করার পর তাকে বলা হয়েছে, ‘আপনি কি বদলাতে পারবেন।’ জবাবে তিনি বলেন, ‘এই বয়সে আর কি বদলাবো।’ তখন বলা হয়, ‘তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হন।’
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৫/ রশিদা