ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায় নিলয় ও প্রকাশক ফয়সল আরেফিন দীপন খুনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তারেকুল আলম নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া তারেকুল আলম সীতাকুণ্ড উপজেলা শিবিরের সভাপতি ও চট্টগ্রাম আদালতে শিক্ষানবিশ আইনজীবী। তার বিরুদ্ধে নাশকতার ২৭টি মামলা রয়েছে।
সিএমপি’র পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, ব্লগার নিলয় ও দীপন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিবির নেতা তারেকুলকে শনিবার রাতে পাঁচলাইশ থানার সহায়তায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৫/ রশিদা