ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া দুই মাথাবিশিষ্ট কন্যাসন্তানটি মারা গেছে। জন্মের চার দিনের মাথায় রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবিদ হোসাইন মোল্লা বলেন, দুই মাথাবিশিষ্ট শিশুটি চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে মারা যায়। শিশুটির জন্মের পর থেকেই শ্বাসকষ্ট ছিল। এ ছাড়া শরীরের বিভিন্ন অঙ্গেও জটিলতা ছিল।
এর আগে, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি প্রাইভেট হাসপাতালে ফেরদৌসী বেগম (২৬) নামে এক গৃহবধূ এই কন্যাশিশু প্রসব করেন।
ফেরদৌসী বেগম হবিগঞ্জ জেলার মাধবপুর উপেজলার মনতলা চৌমুহিন এলাকার মো. জামাল মিয়ার স্ত্রী।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/ এস আহমেদ