রাজধানীর বাড্ডায় তুচ্ছ ঘটনায় বন্ধুর ছুরিকাঘাতে তারেক হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার রাতে রাজধানীর উত্তর বাড্ডার খানবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারেকের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের সমেশ্বর গ্রামে। তার পিতার নাম শফিক হোসেন।
বাড্ডা থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. দেলোয়ার জানান, 'বাইসাইকেল দেওয়া-নেওয়া নিয়ে তারেক ও তার বন্ধু সুমনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সুমন (২৬) তারেককে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তারেককে রাজধানী ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সুমনও আহত হয়েছে। সে পুলিশ হেফাজতে একই হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।'
নিহত তারেকের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় সোমবার সকাল সোয়া ১১ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোন মামলা হয়নি বলে বাড্ডা থানা থেকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ