ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের হত্যার হুমকিদাতাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একে এম শহীদুল হক। সোমবার পুলিশ সদর দফতরে দায়িত্বপালনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে আর্থিক অনুদান ও শোকবার্তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান।
আইজিপি একে এম শহীদুল হক বলেন, যে সিম ব্যবহার করে স্যারকে হুমকি দেওয়া হয়েছিলো আমরা সেটি শনাক্ত করেছি। অনুসন্ধানে আমরা জানতে পেরেছি, ওই সিমটি ক্লোন করে স্যারকে হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেন, সিমটি যার নামে রেজিস্ট্রেশন করা ছিলে পুলিশ তাকে শনাক্ত করেছে। তবে সিমের আসল মালিক স্যারকে হুমকি দেননি। ওই সিমটি ক্লোন করে অন্য ব্যক্তি এ কাজ করেছেন। পুলিশ তাকেও শনাক্ত করেছে।
গত ১১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকি দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৫/ রশিদা