গাজীপুরের শ্রীপুরে পণ্যবাহী একটি কাভার্ডভ্যানের চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত কনস্টেবল মো. রুহুল আমিন (৪৫) মাওনা হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তাত্ক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। আজ সোমবার দুপুরে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাওনা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. হেলালুজ্জমান জানান, রুহুল আমিন আজ সোমবার এমসি বাজার এলাকায় নিয়মিত চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে রুহুল আমিন ময়মনসিংহগামী মেসার্স মজুমদার ট্রান্সপোর্ট এজেন্সির পণ্যবাহী কাভার্ড ভ্যানকে থামার সঙ্কেত দেন। এসময় ভ্যানচালক গাড়ি না থামিয়ে ওই পুলিশ সদস্যকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যেতে থাকেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে কাভার্ডভ্যানটি আটক করে। তবে এর চালক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর ২০১৫/শরীফ