চট্টগ্রামের বায়েজিদ থানার ওসি প্রদীপ কুমার দাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিন মাস আগে একটি বেসরকারি শোধনাগারের সাড়ে নয় হাজার লিটার তেল জব্দের ঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম শহীদুর রহমান বলেন, পুলিশ সদর দফতর থেকে চট্টগ্রাম নগর পুলিশের সদর দফতরে এই সংক্রান্ত আদেশ এসেছে। একই ঘটনায় বায়েজীদ থানার দুই উপ-পরিদর্শককেও সাময়িক বরখাস্তের ব্যবস্থা নিয়েছে নগর পুলিশ কর্তৃপক্ষ।
গত ৪ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশ সুপার রিফাইনারি কারখানার ৯ হাজার লিটার কেএসও বোঝাই একটি ট্যাংকলরি আটক করে। লরিতে অবৈধ তেল রয়েছে- এমন অভিযোগের প্রেক্ষিতে সেটি আটক করা হয়। এ ঘটনায় সুপার রিফাইনারি কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তাসহ মোট ১০ জনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানার এসআই সুজন বিশ্বাস বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত করেন একই থানার এস আই একরামুল হক।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এ ঘটনার পর সুপার রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ পুলিশের আইজি বরাবরে তাদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন। আইজি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি তদন্ত শেষে পুলিশ কমিশনারসহ সাত কর্মকর্তাকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৫/ রশিদা