চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নাশকতা ও বিভিন্ন মামলার আসামি ও মিরসরাইয়ে আশরাফ নামের এক শিবির নেতাসহ ১০৩ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। রবিবার রাতে বিশেষ এ অভিযান চালায় পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান বলেন, জেলার বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপে এ অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া ১০৩ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি ১১ জন, পরোয়ানামূলে ৯১ জন আছে। এ ছাড়া ১১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৫/ রশিদা