নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে।
কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম জানান, রবিবার বিকালে নূর হোসেনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুরে স্থানান্তর করা হয়।
গত বছরের ২৭ এপ্রিল সাত খুনের পরে ভারতে পালিয়ে যান নূর হোসেন। ওই বছরের ১৪ জুন কলকাতার বাগুইআটিতে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তার বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অবস্থানের মামলা হয়। গত মাসে ভারত সরকার সেই মামলা প্রত্যাহার করে নিলে নূর হোসেনের দেশে ফেরার পথ সুগম হয়।
গত বৃহস্পতিবার রাতে তাকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।
শুক্রবার তাকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দিনই তাঁকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।