নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেন ও তার ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদলের বাড়িতে পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে।
আজ সোমবার বিকেল ৪টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়ার নুর হোসেন ও তার ভাতিজা ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাদলের বাড়িসহ বিভিন্ন বাড়িতে এ অভিযান চালানো হয়। তবে অভিযানে কাউকে আটক করেত পারেনি পুলিশ।
নারায়ণগঞ্জ সহকারী সহকারী পুলিশ সুপার (ক-অঞ্চল) মোঃ ফোরকান সিকদারের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ, জেলা পুলিশ, আর্মড ব্যাটালিয়ান ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালানো হয়।
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেন সিদ্ধিরগঞ্জের শিমরাইলের টেকপাড়ার বাসিন্দা।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুঃ সরাফত উল্লাহ জানান, সন্ত্রাসী, চাঁদাবাজ গ্রেফতার ও মাদক উদ্ধারে যৌথভাবে এ অভিযান চালানো হয়। তিনি বলেন, পত্র-পত্রিকায় খবর এসেছে নূর হোসেনের সহযোগীরা আবার এলাকায় ফিরে এসেছে। তাই তার বাড়িতে এবং তার ভাতিজা শাহ জালাল বাদলের বাড়িতে সহযোগীদের গ্রেফতার করতে আমরা অভিযান চালিয়েছি। কিন্তু তার সহযোগী বা কোন অপরাধীকে পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, আমরা সিদ্ধিরগঞ্জে নতুন করে কোন হোসেন বা নূর হোসেনের প্রেতাত্মা সৃষ্টি হতে দেব না। আইনশৃঙ্খলা অবনতি হবে এমন কাউকে মাথা তুলে দাঁড়াতে দিব না।
পরে পুলিশ সিদ্ধিরগঞ্জের শিমরাইলের জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাষ্টারের ভাতিজা সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলামের কাযালয়ে অভিযান চালায়।