চট্টগ্রামে একটি রকেট লাঞ্চার উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়ার রকেট লাঞ্চারটি মুক্তিযুদ্ধের সময়কার। সোমবার বিকেলে নগরীর পাঁচলাইশ থানার পেছনে গভীর নলকুপ বসানোর সময় রকেট লাঞ্চারটির সন্ধান মেলে। পরে সিএমপি’র বিষ্ফোরক টিম রকেট লাঞ্চারটি উদ্ধার করে।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, থানার সরকারি বাসার পাশে গভীর নলকুপ স্থাপনের জন্য গর্ত খননের সময় রকেট লাঞ্চারটির সন্ধান মেলে। পরে সিএমপি’র বিষ্ফোরক টিম এসে রকেট লাঞ্চারটি উদ্ধার করে।
সিএমপি’র বিষ্ফোরক টিমের উপ-পরিদর্শক সন্তোষ চাকমা বলেন, রকেট লাঞ্চারটির অনেক পুরনো হলেও বিষ্ফোরকগুলোর কার্যক্ষমতা নষ্ট হয়নি। উদ্ধারের পর তা পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার তা নিষ্ক্রিয় করা হবে।
বিডি-প্রতিদিন/ ১৬ নভেম্বর, ২০১৫/ রশিদা